ধামরাই উপজেলা সদর থেকে সোমভাগ ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-
ক) উপজেলা সদর থেকে সোমভাগই ইউনিয়ন পরিষদ তিন কিলোমিটার পশ্চিমে দেপাশাই নামক মৌজায় অবস্থিত।
খ) উপজেলা সদর হইতে বিভিন্নভাবে সোমভাগ ইউনিয়ন পরিষদের যাতায়াত করা যায়।
ক) উপজেলা সদর থেকে সোমভাগ ইউনিয়ন পরিষদ পর্যন্ত - সিএনজি/অটো রিক্সা/ মেক্সিতে- ১০/- (জনপ্রতি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস